হোম > অপরাধ > বরিশাল

বরিশালে নেত্র নিউজের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আলোচিত-সমালোচিত অনলাইন নিউজ পোর্টাল ‘নেত্র নিউজ’র বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আহম্মেদ তারেক।

এ মামলায় আসামি করা হয়েছে মো. হাসিনুর রহমান নামে সাবেক এক সেনা কর্মকর্তাকে। আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. গোলাম সরোয়ার রাজিব সাংবাদিকদের জানান, একজন সাবেক সেনা কর্মকর্তা সরকার বিরোধী নানা অপপ্রচারের উদ্দেশ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য প্রদান করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এর বিচার চেয়ে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আহম্মেদ তারেক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১ নম্বর আসামি একজন সাবেক সেনা কর্মকর্তা। সাবেক সেনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে ‘Netra News’ নামক ওয়েব সাইট ও ফেসবুক পেজে মিথ্যা মানহানিকর ভিডিও প্রচার করে আসছে। এই মিথ্যা অপপ্রচার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযোদ্ধা ও জনসাধারণের অনুভূতিতে আঘাত হেনেছে। ১ নম্বর আসামি উন্নয়নের গতিধারাকে বানচাল ও নস্যাৎ করার জন্য এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে নানান প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে।

এ ব্যাপারে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এ কে এম জাহাঙ্গীর বলেন, একটা গ্রুপ বিভিন্নভাবে সরকারের ষড়যন্ত্র করছে। দেশ বিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। বিদেশে লুকিয়ে গিয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের উন্নয়নের বিরুদ্ধে কটূক্তি করছে। আওয়ামী লীগ মনে করে এদের আইনের আওতায় আনা উচিত। যে কারণে এই মামলা দায়ের হয়েছে। 

‘বাকসু’ নিয়ে টানাটানি, ক্ষুব্ধ বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

মুলাদীতে ডিসি-ইউএনওর সামনেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের হামলা, ভাঙচুর

পর্যটক বাড়ছে স্টিমার পিএস মাহসুদে, আশাবাদী বিআইডব্লিউটিসি

বরিশাল বিসিক শিল্পনগরীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি