হোম > অপরাধ > বরিশাল

গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে কয়েকজন সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় ব্যবসায়ীরা তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা–পুলিশকে খবর দেয়।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নেয়। আটকেরা হলেন আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুনশি, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখ। গ্রেপ্তারকৃত সবার বাড়ি মাদারীপুর সদর থানায়।

এ ঘটনায় আজ শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী বাকাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, এক বছর আগে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তোলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পুনরায় গতকাল বৃহস্পতিবার তাঁরা মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে।

চাঁদা না দিলে ছবিগুলো বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইয়ের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মডেল থানার উপপরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে থানায় নেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের