হোম > অপরাধ

বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করায় ভোগান্তি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন কয়েকজন প্রভাবশালী। ফলে দুই শতাধিক পরিবারের লোক কোনো রকম হেঁটে চলাচল করতে পারলেও, চলতে পারছে না কোনো যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে পরিবারগুলো। উপজেলার বড়চাপা ইউনিয়নের পশ্চিম উরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলেন, উরুলিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও শহিদুল্লাহ তাঁদের বাড়ির পাশের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

ওই গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, ‘আমরা এই রাস্তা দিয়ে ছোটবেলা থেকে চলাচল করছি। এক মাস আগে আলাউদ্দিন ও শহিদুল্লাহ বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে জরুরি কাজে আমরা বের হতে পারছি না।’

মোবারক হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, ‘তাঁরা আমাদের কোনো কথাই শুনছেন না। বাড়ি নির্মাণের জন্য গাড়ি দিয়ে ইট-বালি আনতে পারছি না। এ কারণে গাড়ির মালিককে ক্ষতি পূরণ দিতে হয়েছে। এ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মাঠে-বাজারে যায় গ্রামের অনেক মানুষ। এখন যেতে পারছে না।’

এ বিষয়ে জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, ‘বাড়ির পশ্চিম পাশে রাস্তার জায়গা দখল করে হাফিজ উদ্দিন ঘর নির্মাণ করছেন। তাই আমরা এই রাস্তা বন্ধ করে দিয়েছি।’

বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম সুলতান উদ্দিন বলেন, ‘রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করা বেআইনি। আমি স্থানীয়দের নিয়ে সমস্যাটি দ্রুত সমাধান করব।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ