হোম > অপরাধ

রেলওয়ের জমিতে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেলওয়ের লিজ দেওয়া জমিতে জোর করে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মনণবাওগা বৈরাবটেক বিদ্যুৎ সাপ্লাই স্টেশনের পাশে রেলওয়ের জমিতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই জমির লিজ নেওয়া আব্দুল বাতেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে আব্দুল বাতেন উল্লেখ করেন, রেলওয়ের কাছ থেকে ৩৯ শতাংশ জমি লিজ নিয়ে ৩৫ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে চাষবাস করে আসছেন তিনি। সম্প্রতি কলতাপাড়া গ্রামের আব্দুল গাফফার ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন।

রেলওয়ের ইজারা নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রেলওয়ে থেকে লিজ দেওয়া সম্পত্তির কোনো শ্রেণি পরিবর্তন করা যাবে না। শুধু কৃষিকাজে এ জমি ব্যবহার করতে হবে।

গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, অভিযুক্ত আব্দুল গাফফারের লোকজন ট্রাকে করে কৃষিজমি থেকে মাটি এনে রেলওয়ের লিজ দেওয়া ওই সম্পত্তিতে ফেলে ভরাট করছেন।

রেলওয়ের জমির লিজ নেওয়া আব্দুল বাতেন বলেন, ‘৩৫ বছর ধরে ওই জমিতে মাছ ও ধান চাষ করে আসছি। কয়েক দিন ধরে 
আব্দুল গাফফার ওই জমিতে জোর করে মাটি ফেলে ভরাট করছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

অভিযুক্ত আব্দুল গাফফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (আব্দুল বাতেন) লিজ বাতিল হয়ে গেছে। পাশের জমি আমার, সেই জমিতেই মাটি ভরাটের কাজ করছি।’

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, অভিযোগের  বিষয়ে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ