হোম > অপরাধ

তরুণীকে মারধর: আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার এসআই মো. মহসিন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনেই ওই দুজন এক তরুণীকে লাঞ্ছিত করেন। তাঁকে লাঠি দিয়ে পেটান। তরুণী দুটি গাড়ির মাঝখানে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে সেখানেও তাঁকে মারধর করা হয়।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাঁকে আঘাত করতে দেখা যায়।

এ ঘটনায় গত সোমবার কফি হাউসের ম্যানেজারসহ তিনজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। আজ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আপন কফি হাউসে ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন। মামলায় তরুণীর গায়ে আঘাত, শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে।

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি