হোম > অপরাধ

রহস্য উদ্ঘাটন হয়নি ৩ বছরেও

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন বছরেও তরুণ ব্যবসায়ী ও ফটোগ্রাফার আনন্দ সরকার (২৪) হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা। ফলে হতাশ হয়ে পড়েছেন আনন্দ সরকারের স্বজনেরা।

২০১৯ সালের ৫ ডিসেম্বর জগন্নাথপুর পৌর এলাকার সিএ মার্কেট এলাকায় নিজ স্টুডিওর ভেতর থেকে গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন আনন্দ সরকারের ভাই জীবন সরকার বাদী হয়ে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।কিছুদিন পর তাঁর মা বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেন।

আনন্দ সরকার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বটতলা গ্রামের সুনিল সরকারের ছেলে। ২০১৭ সালে কাজের খোঁজে জগন্নাথপুরে আসেন। এরপর থেকে একটানা দেড় বছর একটি স্টুডিওতে দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। পরে নিজে স্টুডিওর ব্যবসা শুরু করেন এবং রাতে ওই দোকানেই থাকতেন।

তদন্ত কর্মকর্তা সিআইডির  পরিদর্শক লিটন দেওয়ান বলেন, ‘আনন্দ সরকার হত্যা মামলাটি কিছুদিন হয় আমার কাছে এসেছে। আসামি শনাক্ত করা যায়নি। ঘটনার ক্লু উদ্ঘাটন ও প্রকৃত আসামি শনাক্ত করে অভিযোগপত্র দিতে কাজ করছি।’ 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ