হোম > অপরাধ

ভারতে পুলিশ হেফাজত থেকে টিকটক হৃদয় গ্রুপের পালানোর চেষ্টা, গুলিবিদ্ধ ২

ঢাকা: বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। তাদের মধ্যে দুজন পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে পূর্ব বেঙ্গালুরু পুলিশের বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিসিপি) শ্রানাপ্পা এস ডি এনডিটিভিকে বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে পুলিশ তাদের নিয়ে ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে যায়। তখন দুজন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে ওই দুজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের কেরালা রাজ্যের একটি হোটেলে এক নারীকে নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারী এখন অন্য রাজ্যে আছেন। তাঁকে খোঁজা হচ্ছে। তাঁকে পেলেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে জবানবন্দি নেওয়া হবে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহও জানিয়েছেন, ভারতের কেরালায় বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার মূল হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন:

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি