হোম > অপরাধ

অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার গাছ বিক্রির অভিযোগ

চৌগাছা প্রতিনিধি

চৌগাছায় সাংসদের আধা সরকারি চাহিদাপত্র (ডিও) এবং স্বাক্ষর জালিয়াতি করে ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া সেই মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে এবার মাদ্রাসার পাঁচটি বড় মেহগনিগাছ বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দক্ষিণ সাগর-মাড়ুয়া-চারাবাড়ি ইউনাইটেড (ডিএমসিইউ) আলিম মাদ্রাসার জমিদাতা ও অভিভাবক সদস্যরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। মাদ্রাসার জমিদাতা শাহাজান আলী ও একাধিক অভিভাবক সদস্য কিছুদিন আগে শ্রেণিকক্ষের বেঞ্চ ও অফিস কক্ষের আসবাব তৈরির নামে অবৈধভাবে দুই ধাপে পাঁচটি মেহগনি গাছ কাটা হয়েছে। তবে বেঞ্চ এবং আসবাব তৈরি না করে গাছগুলো বিক্রি করে সব টাকা অধ্যক্ষ নিজে আত্মসাৎ করেছেন।

তাঁরা বলেন, ‘প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুক্তরাষ্ট্রের নাগরিক। এ কারণে হাফিজুর রহমানের নানা অনিয়মের পর ধরা পড়লেই তিনি সভাপতির অনুমতি নিয়ে করেছেন বলে স্থানীয়দের বুঝিয়ে থাকেন।’

জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘ডিএমসিইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান আগে বিএনপি-জামায়াতের কর্মী ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি দল বদল করে স্থানীয় এক নেতার যোগসাজশে নানা অনিয়ম করে আসছেন।’ 
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান মুঠোফোনে বলেন, ‘প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গাছগুলো কাটা হয়েছে। গাছ বিক্রির নীতিমালা মানা হয়নি বলতেই তিনি উত্তেজিত হয়ে বলেন, মাদ্রাসার ফার্নিচার তৈরির জন্য সভাপতিকে জানিয়ে গাছ কাটা হয়েছে। এখানে নীতিমালা কি হবে?’ 
চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমাকে জানানো হয়নি। নীতিমালার বাইরে গাছ কাটার কোনো নিয়ম নেই। হাফিজুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা গুরুত্ব দিয়ে দেখা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, ‘বিষয়টির খোঁজখবর নিয়ে অনিয়ম পেলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন, ‘ওই অধ্যক্ষ নানা অনিয়মের সঙ্গে জড়িত। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’এর আগে হাফিজুর রহমানের বিরুদ্ধে সাংসদের চাহিদাপত্র (ডিও) এবং স্বাক্ষর জালিয়াতি করে ব্যবস্থাপনা কমিটি গঠনের চেষ্টার বিষয় নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাংসদ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ