হোম > অপরাধ

মাথাব্যথা সহ্য করতে না পেরে ‘আত্মহত্যা’

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় রুবেল (২৫) নামের এক যুবক মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

রুবেল উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি। মাথাব্যথা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন বলে দাবি পরিবারের।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দীন খান বলেন, ১৮-২০ দিন আগে কাজ শেষে সাইকেল চালিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে পালিদেহা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে থাকা করাতকলের কাঠের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তীব্র ব্যথার কারণে তাঁর মাথায় সিটি স্ক্যান করানোর পর চিকিৎসক জানান, মস্তিষ্কে আঘাতের কারণে যন্ত্রণা হচ্ছে।

হেলাল উদ্দীন খান আরও বলেন, তীব্র মাথাব্যথা সইতে না পেরে গত শুক্রবার রাতে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের লোকজন রামেক হাসপাতালে তাঁকে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়