হোম > অপরাধ

সরকারি খাল ও খাস জায়গা দখল করে দোকান নির্মাণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের লক্ষ্মীপুর গ্রামে সরকারি খাস জায়গা, পুকুর ও খাল দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। সরকারি জায়গায় নির্মাণ করা এসব দোকানঘর সাধারণ মানুষের কাছে নিজের সম্পত্তি বলে বিক্রি করে প্রতারণার অভিযোগও আছে।

এ নিয়ে সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের সঙ্গে আঁতাত করেই স্থানীয় প্রভাবশালীরা লক্ষ্মীপুর গ্রামে এত বছর ধরে অবৈধভাবে খাসজমি দখল করে এই দোকান নির্মাণ ও কেনা-বেচা চলছে। অন্যদিকে প্রশাসন বলছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সরকারি খাস জায়গা দখল করে ৩৮টি দোকান নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। দখল করা জায়গায় নির্মিত এসব দোকান প্রতিনিয়ত কেনা-বেচা হচ্ছে।

এদিকে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করে সাধারণ মানুষের কাছে নিজের সম্পত্তি বলে বিক্রি করে প্রতারণার অভিযোগও রয়েছে। এ নিয়ে মাফিয়া আক্তার নামের স্থানীয় এক বাসিন্দা গত ৮ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন।

অভিযোগে মাফিয়া উল্লেখ করেন, লক্ষ্মীপুর গ্রামের আশব আলীর ছেলে মো. শাহআলম মিয়া ২০১৯ সালে ৩ লাখ টাকার বিনিময়ে একটি দোকান নির্মাণ করে মাফিয়ার কাছে বিক্রি করেন। পরে মাফিয়া জানতে পারেন ওই দোকান সরকারি খাস জায়গায় নির্মিত। পরে শাহআলমের কাছে দোকানের টাকা ফেরত চাইলে তিনি টাকা না দিয়েই বিদেশে চলে যান।

সরেজমিন দেখা গেছে, ৩০ বছর ধরে সরকারি খাস জায়গা দখল করে স্থানীয়রা ব্যবসা করছেন। নিজেদের ইচ্ছামতো ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। অনেকে আবার দোকানের জামানত বাবদ ভাড়াটিয়ার কাছ থেকে ২-৩ লাখ করে টাকা নিচ্ছেন।

বাজারে ভাড়ায় ব্যবসা করে এমন কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে কামাল মিয়া বলেন, তাঁরা প্রায় ১০ বছর ধরে এই বাজারে ব্যবসা করছেন। তবে দোকানের জায়গা সরকারি।

কম্পিউটার ও হার্ডওয়্যারের দোকানি বশির মিয়া, সুহেল মিয়া, বাছির মিয়া বলেন, ‘আমরা লক্ষ্মীপুর গ্রামের স্থানীয়দের কাছ থেকে ভাড়া নিয়ে দোকানে ব্যবসা করছি। তবে সরকার ওঠাই দিলে আমরা চলে যাব।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদি হাসান খান শাওন বলেন, ‘সরকারি খাস জায়গা, খাল ও পুকুর দখল করে দোকানঘর নির্মাণের বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ