হোম > অপরাধ

এক হাজার কলাগাছ হত্যা

পীরগাছা প্রতিনিধি

রংপুরের পীরগাছায় দিন দিন মানুষের সঙ্গে মানুষের শত্রুতা বাড়ছে। এতে বলি হচ্ছে জমির ফসল। গত বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আলতাফ হোসেনের এক হাজার কলাগাছ প্রতিবেশী কয়েক ব্যক্তি কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ওই কৃষকের ১১ জন প্রতিবেশীকে।

কৃষক আলতাফ হোসেনের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর উপজেলার পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের দামুস্বর (গুচ্ছগ্রাম) গ্রামের আলতাফ হোসেন ২০২০ সালে পার্শ্ববর্তী পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা গ্রামের দেলোয়ার হোসন তুহিনের নিজ নামের জমি তিন বছরের জন্য লিখিতভাবে ইজারা নিয়ে কলাগাছ রোপণ করেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে এতে বাধা দেন প্রতিবেশী আফছার আলী ও তাঁর লোকজন। এ নিয়ে বিবাদ চলাকালে গত বৃহস্পতিবার গভীর রাতে আফছার আলী লোকজন নিয়ে আলতাফ হোসেনের প্রায় এক হাজার রোপণ করা কলাগাছ কেটে সাবাড় করে দেয়।

কৃষক আলতাফ হোসেন বলেন, ‘আমি কয়েক দিন আগে কলাখেত পরিচর্যা করতে গেলে আসামিরা আমার আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এই টাকা দিতে অস্বীকার করলে তাঁরা আমার ক্ষতি করবে বলে হুমকি দেয়। এক রাতেই আমার সর্বনাশ করে ফেলেছে তাঁরা। অনেক আশা নিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করেছি। এখন সব শেষ। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ বিষয়ে ১১জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ