হোম > অপরাধ

ইবির ফাঁকা ক্যাম্পাসে একের পর এক চুরি

প্রতিনিধি, ইবি

করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতি ও নীরব ক্যাম্পাসে বহিরাগতরা নানা অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। এতে হলে রেখে যাওয়া জিনিসপত্র নিয়ে নিরাপত্তা শঙ্কায় আছে শিক্ষার্থীরা। অন্যদিকে প্রশাসনও যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। 

কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হল, শেখ রাসেল হল, জিয়াউর রহমান হল এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা ক্যাম্পাসে মফিজ লেকে নিয়মিত বহিরাগত মাদকসেবীদের আড্ডাসহ বিভিন্ন অপকর্ম ও সৌন্দর্যবর্ধক লাইট চুরির মতো ঘটনা ঘটেছে। 

সাদ্দাম হেসেন হলের আবাসিক শিক্ষার্থী নাহিদ নূর বই নিতে এসে কক্ষের (২১৭ নম্বর কক্ষ) তালা ভাঙা পান। পরে দেখেন, ভেতরে আলমারি ও ট্রাংকের তালা ভাঙা। বই, জামাকাপড়, দুইটি রাইস কুকার ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। শেখ রাসেল হলে চুরি হয়েছে পানির পাম্প। কিছুদিন আগে চুরি করতে এসে শাহরিয়ার নাফিস হিমেল (১৪) নামে এক কিশোর আটক হয়। 

শিক্ষার্থীরা বলছেন, আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হওয়ায় সব সময় আমরা নিরাপত্তা শঙ্কায় ভুগি। ক্যাম্পাসে চুরির মত অপ্রীতিকর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা এবং নিরাপত্তা অব্যবস্থাপনাকে দায়ী করছেন এ শিক্ষার্থী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর প্রধান রূপণ বিশ্বাস বলেন, 'নিরাপত্তা দপ্তর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রত্যেকটি পয়েন্টে নিয়মিত টহল দিচ্ছে। সীমিত লোকবল থাকায় হলগুলোতে একজন করে নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে। আসলে হলগুলোতে একজন নিরাপত্তা রক্ষী দ্বারা হলের সব দিকটা পাহারা দেওয়া সম্ভব না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'আমাদের নিজস্ব প্রক্টরিয়াল টহল টিম ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে থাকতে পারে।’ 

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে