ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের হলে থাকার যে বিধিনিষেধ এবং প্রচলিত যে নিয়ম, তা বাতিলের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে তাঁরা প্রশ্ন তুলেছেন, বিবাহিত হওয়া অপরাধ কি না।
গতকাল ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তাঁরা। সংবাদ সম্মেলনে পাঁচটি হলের ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার হল সংসদের সাবেক সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি। উপস্থিত ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মিশমা, সুফিয়া কামাল হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক শারমিন, সুফিয়া কামাল হল সংসদের সাবেক পাঠকক্ষ সম্পাদক অর্পিতা প্রমুখ।
লিখিত বক্তব্যে ইমি বলেন, বিবাহিত হওয়া কি অপরাধ? একজন ছাত্রী বিবাহিত না অবিবাহিত, সেটা দেখে হলে সিট বরাদ্দ হয় না।