হোম > অপরাধ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার হত্যা মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহার। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে একটি হত্যা মামলায় আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইকবাল বাহারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহিনুর বেগম নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক কাজী রমজানুল হক তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন ও স্বপ্না খানম তাঁর জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবী মোরশেদ আলম শাহীন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইকবাল বাহারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শাহিনুর বেগম হত্যা মামলার এজাহারনামীয় ২৬ নম্বর আসামি।

ইকবাল বাহার দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ছিলেন। পরে তাঁকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। ২০১৯ সালে ওই পদে থেকে তিনি স্বাভাবিকভাবে অবসরে যান।

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি