হোম > অপরাধ

মিরপুরে নৃশংস খুন: সাবেক এমপি আউয়াল আটকের খবর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে ডিবি পুলিশ পরিচয়ে আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে আটক করা হয়। গোয়েন্দা বাহিনী সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে আজকের পত্রিকা।

তবে আটকের খবর নিশ্চিত করেনি কোনো বাহিনী। এ ঘটনায় দিপু ও মুরাদ নামের আরও দুই আসামিকে ঘটনার পরই গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পল্লবী থানা পুলিশ।

গত ১৬মে মিরপুরের পল্লবীতে সাহিনুদ্দিন (৩৩) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস সেই ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় ২০ জনকে আসামী করে পল্লবী থানায় মামলা করেন নিহতের মা আকলিমা বেগম। প্রধান আসামী করা হয় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালকে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে। এরই মধ্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মানস কুমার পোদ্দার জানান, মামলা হাতে পাওয়ার পরই অভিযান শুরু করেছেন তাঁরা। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে আকলিমা বেগম উল্লেখ করেছেন, গত ১৬মে বিকাল ৪টায় সুমন ও টিটু নামে দুই যুবক সাহিনুদ্দিনকে জমির বিরোধ মেটানোর কথা বলে ডেকে নেয়। ছয় বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মোটরবাইকে করে রওয়ানা করেন সাহিনুদ্দিন। পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে পৌঁছালে সুমন ও টিটুসহ ১৪/১৫ জন মিলে তাঁকে টেনে হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে জোরপূর্বক তুলে নেয়। এসময় সাহিনুদ্দিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে ঢুকিয়ে সন্ত্রাসীরা তাঁকে চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এরপর তাকে ওই বাড়ি থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে এনে ফের কুপিয়ে সেখানে ফেলে রেখে চলে যায়।

আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলিনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি এবং লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাড়া করা স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। পল্লবীর উত্তর কালশীর বুড়িরটেকের আলীনগর এলাকায় নিহত সাহিনুদ্দিনদের আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবর দখলে বাধা দেওয়ায় খুন হতে হয় তাঁকে।

মামলার অন্য আসামীরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা পল্লবী থানা এলাকার বাসিন্দা। এজাহারভুক্ত ২০ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।

আউয়াল ও তাঁর অনুসারিদের বিরুদ্ধে পল্লবীতে আরও জমি দখল, হুমকি, হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। গত ৭মে পল্লবী থানায় সাবেক একজন সেনা কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে একটি মামলাও করেছেন।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, ‘আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাঁরা রিমান্ডে রয়েছে। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়