হোম > অপরাধ

চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে ৩টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ওই পরিবারগুলোর সদস্যদের রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী আশিক মিয়া এই অভিযোগ করেন। লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে, গজনাইপুর ইউনিয়নের আশিক মিয়া, ছুরুক মিয়া, মুজিব মিয়াসহ এলাকার লোকজন দীর্ঘদিন ধরে বাড়ির উত্তর পাশের রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন।

গত (১৬ ডিসেম্বর) বিকেলে ওই গ্রামের আব্দুল হাই, আব্দুল আজিজ ও তাঁদের পক্ষের লোকজন ওই রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে বাধা দিলে আশিক মিয়াকে মারধর করা হয়।

এরপর থেকে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ ওই তিনটি পরিবারের সদস্যদের রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা একরকম গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সরেজমিন পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে বলে। গ্রামবাসী উদ্যোগ নিলেও আব্দুল হাই ও আব্দুল আজিজ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল হাই ও আব্দুল আজিজ এর মোবাইল ফোনে কল করা হয়। তবে তাতে কোনা সাড়া পাওয়া যায়নি।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ‘দেওপাড়া গ্রামের বিষয়ে আমার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি