হোম > অপরাধ

জনশুমারির কাজে ‘স্বজনপ্রীতি’

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে জনশুমারি কার্যক্রমে স্ত্রী ও অজ্ঞাতদের সুপারভাইজার হিসেবে নিয়োগ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জনশুমারির আঞ্চলিক কর্মকর্তা আ ফ ম আবু দাউদ রাসেলের বিরুদ্ধে। এতে জনশুমারি বাধাগ্রস্ত হচ্ছে বলে অনেকে মনে করছেন।

আদিতমারী উপজেলার চলমান জনশুমারির সুপারভাইজার ও গণনাকারীর তালিকায় দেখা গেছে, উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে জনশুমারির কাজ করতে ১৩ জন সুপারভাইজার ও ৭১ জন গণনাকারী নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মহিষখোঁচা ইউনিয়নের আঞ্চলিক কর্মকর্তা হিসেবে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আ ফ ম আবু দাউদ রাসেলকে দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট মৌজার বাসিন্দারাই শুধু ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত হবেন—নিয়ম থাকলেও আবু দাউদ নিজের স্ত্রী, স্বজনসহ অজ্ঞাতনাম তালিকাভুক্ত করেছেন।

১৩ জন সুপারভাইজারের মধ্যে ১৩ নম্বর সুপারভাইজার হিসেবে আছেন আবু দাউদের স্ত্রী আফ্রিদা হাসনাত। ১১ নম্বর সুপারভাইজার রহিমা খাতুন লিমা লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। ১০ নম্বর সুপারভাইজার আলী আজমের নাম থাকলেও এলাকার কেউ তাঁকে চেনেন না। তালিকায় থাকা মোবাইল ফোনে কল দিলে আলী আজম নামে কেউ নয় বলে জানানো হয়। তালিকার ৮ নম্বর সুপারভাইজারও ওই এলাকার কেউ নন এবং তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া ২ নম্বর সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস মহিষখোঁচার বাসিন্দা হলেও তাঁর নাম আছে, এটা তিনি জানেন না। এমনকি প্রশিক্ষণে তিনি অংশ নেননি। এ প্রতিনিধির কাছেই তিনি তালিকায় নাম থাকার বিষয়ে প্রথম শুনলেন বলে জানান। তাঁর ধারণা, কেউ কৌশলে নাম ঢুকিয়ে বরাদ্দকৃত টাকা আত্মসাতের জন্যই এমনটা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গণনাকারী জানান, তাঁদের মধ্যে পাঁচজনকে প্রশিক্ষণসহ মাঠে কখনো তাঁরা দেখেননি এবং চিনেন না। গণনাকারী তালিকায় অর্থ নিয়ে নতুন করে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। জনশুমারির শুরুতে সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জনশুমারির আঞ্চলিক কর্মকর্তা আ ফ ম আবু দাউদ রাসেল তাঁর স্ত্রীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি নিজেই মাঠে কাজ করছি। আমার স্ত্রীর নাম থাকলে সমস্যা কী?’ এ সময় তিনি ব্যস্ত আছেন বলে ফোন কল কেটে দেন।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়