হোম > অপরাধ

বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মামলা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ১৭ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে নগরকান্দা থানায় একটি মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কিশোরীর মা পাশের বাড়িতে ধান শুকানোর জন্য যায়। এই সুযোগে ঘরে ঢুকে বাক্‌প্রতিবন্ধী ও কিশোরীকে ধর্ষণ করে আবু সাইদ (১৮)। তাঁর বাড়ি উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে।

কিশোরীর মা বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণ করেছে আবু সাইদ। আমার স্বামী বাড়িতে না থাকায় থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে।’

এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবু সাইদ পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার জেলা কমিটির সভাপতি আবদুল কুদ্দুস মিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ধর্ষিত প্রতিবন্ধী মেয়েটির বাবাও একজন প্রতিবন্ধী। আমরা এর উপযুক্ত বিচার চাই।’

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, ‘বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ