হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে এল ৩০ টন আখের গুড়

উত্তর প্রদেশের মুজাফফরনগরের জিআই পণ্য আখের গুড়। ছবি: দ্য হিন্দু

ভারতের উত্তর প্রদেশ থেকে প্রায় ৩০ টন আখের গুড় বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। গতকাল শনিবার একটি সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, এই গুড় উত্তর প্রদেশের মুজাফফরনগরে উৎপাদিত হয় এবং এটি ওই এলাকা ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই ট্যাগযুক্ত পণ্য।

মুজাফফরনগর উচ্চমানের আখ উৎপাদনের জন্য বিখ্যাত। বিশ্ববাজারে মুজাফফরনগর ও শামলিতে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।

ভৌগোলিক নির্দেশক (জিআই) মূলত একটি কৃষি, প্রাকৃতিক বা উৎপাদিত পণ্য (হস্তশিল্প ও শিল্পজাত দ্রব্য) যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রথম পশ্চিম উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে সরাসরি গুড় রপ্তানি শুরু হলো। এই উদ্যোগটি নিয়েছে প্রদেশের ফার্মার প্রোডিউসার কোম্পানি বা কৃষক উৎপাদক সংস্থা (এফপিও) ও ফার্মার প্রোডিউসার কোম্পানি (এফপিসি)।

এফপিও গুড়, আখজাত পণ্য, বাসমতি চাল ও ডাল রপ্তানির কাজে নিয়োজিত।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত প্রথমবারের মতো মিজোরামের আইজল থেকে সিঙ্গাপুরে অ্যান্থুরিয়াম ফুলের চালান রপ্তানি করেছে। এই চালানে ৭০ কেজি ওজনের ১ হাজার ২৪টি অ্যান্থুরিয়াম কাট ফ্লাওয়ার ৫০টি কার্টনে প্যাক করে কলকাতা হয়ে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ভেজ প্রো সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এটি আমদানি করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অ্যান্থুরিয়াম মিজোরামের অন্যতম গুরুত্বপূর্ণ ফুল। এর উৎপাদন অঞ্চলটির স্থানীয় অর্থনীতির অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখে।

উত্তর প্রদেশের কৃষি রপ্তানি সম্প্রসারণ, কৃষকদের ক্ষমতায়ন ও ভারতের কৃষি খাতের টেকসই ও লাভজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিইডিএ) ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। পশ্চিম উত্তর প্রদেশ থেকে এবার তৃতীয়বারের মতো সফলভাবে কৃষিপণ্য রপ্তানি করা হলো। এর আগে, নীর আদর্শ অরগানিক ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড ২০২৩ ও ২০২৪ সালে লেবানন ও ওমানে বাসমতি চাল রপ্তানি করেছিল।

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

এআই ও ট্রাম্পের নীতির প্রভাব—যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে মন্দা

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

মাদুরো আটকের পর সোনার দাম চড়া