পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন এতিমখানায় পণ্য বিতরণ করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।
গতকাল বুধবার রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের মাদ্রাসায়ে দারুল উলুম ও এতিমখানা এবং মিরপুর ১৪ নম্বর সেকশনের জামিউল উলুম মাদ্রাসায় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে ভোজ্য তেল ও চাল বিতরণ করা হয়।
এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের দেওয়া পণ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পণ্য বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।