জা এন জি বাজারে নিয়ে এল এপিক এবং ইউরেকা নামের দুই ভিন্ন স্বাদের আইসক্রিম। ভোক্তাদেরকে সেরা স্বাদের আইসক্রিমের অভিজ্ঞতা দিতে কর্তৃপক্ষের এই উদ্যোগ।
হ্যাজেলনাট কোটিংয়ের জা এন জি ইউরেকা এবং টফি কোটিংয়ের জা এন জি এপিক। এই আইসক্রিম দুটি ৮২ গ্রাম প্যাক সাইজে বাজারে পাওয়া যাচ্ছে।
প্রচণ্ড গরমে দেশ জুড়ে পাওয়া যাচ্ছে জা এন জি এপিক ও ইউরেকা আইসক্রিম। এই দুই স্বাদের আইসক্রিম ভোক্তাদের দেবে ভিন্ন অভিজ্ঞতা।