হোম > অর্থনীতি > করপোরেট

রপ্তানি ৮.২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বেপজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকেরা, যাতে কর্মসংস্থান ও রপ্তানি আয়ে বেপজার দৃশ্যমান অবদান। বিজ্ঞপ্তি

দেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতাংশ, যেখানে আগের বছর ছিল ১৫.৯ শতাংশ।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা। এতে বলা হয়, চলতি অর্থবছরে নতুন করে ৩৩ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে বেপজার আওতায় কর্মরত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৫২৭ জন।

বেপজার অধীন ৮টি ইপিজেড ও একটি অর্থনৈতিক অঞ্চল থেকে এখন বিশ্বের ১২০টির বেশি দেশে পণ্য রপ্তানি হচ্ছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ইলেকট্রনিকস, কৃষিপণ্য, চামড়াজাত সামগ্রী, খেলনা, পরচুলা, তাঁবু, ফার্নিচার ও চিকিৎসা সরঞ্জাম। শুধু পোশাকনির্ভরতা নয়, বৈচিত্র্যময় শিল্পে মনোযোগ দেওয়ার কারণে রপ্তানিতে প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এই ধারা বজায় থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

এ বছর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৯২.৭৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের (৩৫০.৯৩ মিলিয়ন ডলার) তুলনায় কিছুটা কম। তবে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক দিক হলো, নতুন করে ৩৩টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার প্রস্তাবিত বিনিয়োগ ৪৯৭.৪৮ মিলিয়ন ডলার। এসব চুক্তিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। চুক্তিকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ।

বর্তমানে বেপজার আওতাধীন জোনগুলোতে ৫৬৩টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪৫০টি চালু এবং ১১৩টি বাস্তবায়নাধীন। চালু প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি পোশাক খাতে রয়েছে ৩৩, গার্মেন্টস অ্যাকসেসরিজে ১৮ এবং টেক্সটাইল খাতে ৯ শতাংশ। বাকি ৪০ শতাংশ প্রতিষ্ঠান কাজ করছে ইলেকট্রনিকস, মেডিকেল সরঞ্জাম, আসবাব, ফ্যাশনসামগ্রীসহ বিভিন্ন খাতে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ