হোম > অর্থনীতি > করপোরেট

কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়াশিল্পের প্রসারে ১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি কোম্পানি অংশ নেয়।

মিসরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩-২৫ জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীর প্যাভিলিয়ন #এ ৫২-এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যপ্রতিষ্ঠান এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার এবং নবাবী ফুটওয়্যার।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে–EC 4 J) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য খাতকে বহির্বিশ্বে প্রদর্শনের লক্ষ্যে ‘মিট বাংলাদেশ সোর্সিং শো–এমবিএস’-এর উদ্যোগ গ্রহণ করে। এ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের সম্প্রসারণে EC4J-এর উদ্যোগে ১৯ তম কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে বাংলাদেশ অংশগ্রহণ করে।

লোরেটা লেদার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর তারিক মোহাম্মদ (অব.) বলেন, বাংলাদেশে জনশক্তির সহজলভ্যতা, উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার প্রভৃতি কারণে একটি প্রতিষ্ঠিত সোর্সিং গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী ক্রেতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি লাভজনক ও সম্ভাবনাময় গন্তব্য। কাজেই এ প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে প্রসারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তাঁর অভিমত।

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর