হোম > অর্থনীতি > করপোরেট

ইউনিলিভারের সাবেক কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব ইউনিলিভার বাংলাদেশের প্রথম পুনর্মিলনী চট্টগ্রামের ওয়েল এগ্রোতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে ১০০ জনের অধিক সাবেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা একত্রিত হন।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণ, মৃত্যুবরণকারী এবং অসুস্থ কর্মকর্তাদের জন্য দোয়া, অ্যাসোসিয়েশনের ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নবীন-প্রবীণের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।

সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ্ ইয়ার সঞ্চালনায় ও অমল দে, নাজিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম, তসলিম হোসেন কবির, এম এ মনসুর, মোহাম্মদ ইদ্রিস, এস এম আলমগীর, ফখরুল ইসলাম ও তোফায়েল আহমেদের সার্বিক সহযোগিতায় এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী সাবেক কর্মকর্তাদের মধ্যে বর্তমানে বহু কোম্পানির মালিক, প্রধান নির্বাহী, এক্সিকিউটিভ নির্বাহী, জিএম, এজিম, প্রফেসর ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে মুহাম্মদ ইদ্রিসের কোরআন তিলাওয়াত এবং শহিদুল ইসলামের দোয়া অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। তারপর ইউনিলিভার বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আক্তারের শুভেচ্ছা বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং তিনি অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

এতে আরও বক্তব্য রাখেন—মুসলিম উদ্দিন, এ এম জিয়াউস শামস, শাহ্ মাসুদ ইমাম, হাসান জাফর চৌধুরী, সালেহ ইউ আহমেদ, মো. সানাউল্লাহ, সানিয়া মাহমুদ, সৌমেন্দ্র দাস, মালকা সামরোজ, হোসনে আরা লোমা, ইনাম আহমেদ প্রমুখ।

নারীরা পিলো পাসে অংশগ্রহণ করেন এবং সাবেক কর্মকর্তা সোহেল মাহবুবুল হক ও সৌমেন্দ্র দাসের আনন্দময় সংগীত পরিবেশন সবাইকে মোহবিষ্ট করে রাখেন। অংশগ্রহণকারী সবাইকে র‍্যাফল ড্র ও গিফট হ্যাম্পারের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সাবেক কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সমাপনী বক্তব্য দেন। বক্তব্যে আগামী বছর আরও জাঁকজমক অনুষ্ঠান করার প্রত্যয়, সবার সুস্বাস্থ্য কামনা এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক