হোম > অর্থনীতি > করপোরেট

শতবর্ষে নতুন ফর্মুলার লাক্স উন্মোচন 

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লাক্সের ১০০ বছর উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড গত ২৯ এপ্রিল ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নতুন ফর্মুলার লাক্স সাবানের উন্মোচন করা হয়।

১৯২৩ সালে যাত্রা শুরু করে লাক্স বর্তমানে বিশ্বের সর্বাধিক বিক্রীত সাবানগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। নতুন এই লাক্স সাবান ভিটামিন সি এবং ভিটামিন ই যুক্ত আরও উন্নত ফরমুলেশন নিয়ে আসছে যা ভোক্তাদের দেবে ফ্ল-লেস উজ্জ্বল ত্বক। 

 ‘সৌন্দর্য শিল্পে উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে লাক্সে সেরা মানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেয় এবং উপভোগ্য স্নানের অভিজ্ঞতা দেয়। লাক্স নারীদের আপন দ্যুতিতে উজ্জ্বল হওয়ার অনেক সুযোগও তৈরি করেছে এবং এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বাংলাদেশে ও বিশ্বে অনেক তারকা উঠে এসেছেন। লাক্সের ১০০ বছর পূর্তি হওয়ায় গ্রাহকদেরকে ধন্যবাদ জানাতে চাই একটি নতুন লাক্স সাবানের মাধ্যমে যা ত্বকের যত্নের জন্য ভিটামিন সি এবং ভিটামিন ই-এর মতো প্রিমিয়াম উপাদান এর মাধ্যমে ত্বকের যত্নের সুবিধা প্রদান করে, যা এখন লাক্স সাবানের প্রতিটি বারে থাকবে’ এসব কথা বলেছেন ইউবিএলের পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর নিলুশি জয়তিলেকে।

ইউবিএলের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, ‘১৯৬৪ সাল থেকে লাক্স বাংলাদেশে তার লাবণ্য ও মাধুর্যের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশের ব্যবসায় একটি বিশেষ স্থান ধারণ করে। আমার নিজ কর্মজীবনে লাক্সের একটি অপরিহার্য অবস্থান রয়েছে। আমি নিজে এই ব্র্যান্ডের উত্তরোত্তর বিকাশ ও উন্নতি লক্ষ্য করার সুযোগ পেয়েছি। বছরের পর বছর লাক্স কিংবদন্তি ব্যক্তিত্বদের সমর্থনে ধন্য হয়েছে এবং এই অনুষ্ঠান এর মাধ্যমে তাদের স্বীকৃতি প্রদান করে আমরা গর্বিত’ অনুষ্ঠানে বাংলাদেশের তারকা গুলশান আরা আক্তার চম্পা, শামীম আরা নিপা, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, অপি করিম, রুমানা রশীদ ঈশিতা, কুসুম শিকদার, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারী মম এবং বিদ্যা সিনহা মিমকে একত্রিত করা হয়েছিল, যাদের যুগ যুগ ধরে লাক্সের উত্তরাধিকার অংশ হওয়ার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছিল। 

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার, পার্সোনাল কেয়ারের মার্কেটিং ডিরেক্টর নিলুশি জয়তিলেকে এবং ইউবিএলের ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেন।

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা