লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পের সঙ্গে চুক্তি সই করেছে। সম্প্রতি এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।
লংকাবাংলার গ্রাহকেরা চুক্তি সইয়ের মাধ্যমে যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ে ট্রাস্ট আজিয়াটা পের মাধ্যমে তাঁদের মাসিক ডিপিএস পেমেন্ট, লোন ইনস্টলমেন্ট ও ক্রেডিট কার্ড বিল সুবিধাজনকভাবে পরিশোধ করতে পারবেন।
চুক্তিতে সই করেন লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম কামরুজ্জামান ও ট্রাস্ট আজিয়াটা পের (ট্যাপ) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আকরাম সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের রিটেইল বিজনেসের প্রধান খুরশেদ আলম ও সিএমএসএমই প্রধান কামরুজ্জামান খান এবং ট্রাস্ট আজিয়াটা পে থেকে চিফ অপারেটিং অফিসার মো. নজরুল ইসলাম জামান, হেড অব রেগুলেটরি অ্যান্ড পার্টনারশিপ বিজনেস মো. আলমগীর হোসেন, হেড অব স্কুল বিজনেস জাফর মো. মনতাসির মামুন, হেড অব টেকনোলজি সোদরুল আমিন ও সিনিয়র ম্যানেজার মো. আহমেদ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তি লংকাবাংলা ফাইন্যান্স গ্রাহকদের ট্যাপ প্ল্যাটফরমের মাধ্যমে বিল পরিশোধ করার সুবিধা প্রদান ও নিরবচ্ছিন্ন পেমেন্ট প্রদানের অভিজ্ঞতা নিশ্চিত করবে।