দেশের অন্যতম সুপারশপ ইউনিমার্টে কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীরা। এ নিয়ে সম্প্রতি ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার এবং ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ চুক্তিপত্রে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ব্যবস্থাপক ফারজানা কাদের এবং ইউনিমার্টের ব্র্যান্ড ও কমিউনিকেশন্স প্রধান এইচ ইউ এম মেহেদি সাজ্জাদ।