রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের আইসিটি সেলের ১৫ জন কর্মকর্তার অংশগ্রহণে ‘সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকিং’ শীর্ষক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর আইসিটি টাওয়ারে বিসিসি সভাকক্ষে এই উদ্বোধন অনুষ্ঠান হয়।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিকেআইআইসিটি ইউনিট।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। তিনি বক্তব্যে বলেন, ‘বিকেআইআইসিটি থেকে যে প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করা হয় তা গুণগত মানসম্পন্ন এবং ব্যবহারিক দিক থেকে বাস্তবসম্মত। এগুলো প্রশিক্ষণার্থীদের প্রাতিষ্ঠানিক জীবনে ও বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত পরিচালক (আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বক্তব্যে উল্লেখ করেন, প্রযুক্তির উৎকর্ষ মানুষের জীবনধারায় যেমন আমূল পরিবর্তন আসছে ঠিক তার পাশাপাশি দুষ্টচক্র নানাভাবে অনিয়মের মাধ্যমে সুবিধা লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি অর্থ নিরাপদ রাখতে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে পরিচিত রাখতে এই ধরনের প্রশিক্ষণ খুবই উপকারী হবে বলে তিনি মনে করেন। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য বিসিসিকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেআইআইসিটির পরিচালক অশোক কুমার রায়। সভাপতি ওই কোর্সের গুরুত্ব উল্লেখ করে বলেন, ভবিষ্যতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উচ্চতর প্রফেশনাল ডিগ্রি দেওয়ার লক্ষ্যে বিকেআইআইসিটি কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক ও প্রশিক্ষণ কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর মধুসূদন চন্দ।