রাজধানীর অন্যতম পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকায় বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) কার্ডধারীরা। এ উপলক্ষে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কন্সট্যান্টিনোস এস গ্যাবরিয়েল ঢাকায় ওই চুক্তিপত্রে সই করেন।
চুক্তি সইয়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ব্যবস্থাপক ফারজানা কাদের এবং লা মেরিডিয়ান ঢাকার পরিচালক (বিক্রয় ও বিপণন) জুবায়ের ফারুক চৌধুরী।