রাজধানীর মিরপুরে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৮৬তম শাখা চালু হয়েছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা দারুস সালাম রোডের সংহিতা ভবনে দারুস সালাম রোড শাখার উদ্বোধন করেন।
এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১১০টিতে উন্নীত হলো।
এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ নাজমুল হক।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, এ কে এম রাশেদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানগণ এবং স্থানীয় ব্যবসায়ীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে ছিলেন।