ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও উপশাখার ইনচার্জদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, পরিচালক মো. রিয়াজুল করিম, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মতিন, খুলনার আঞ্চলিক প্রধান ও ইভিপি আশিষ কুমার লস্করসহ শাখাগুলোর ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও উপশাখার ইনচার্জরা।
সভায় খলিলুর রহমান বলেন, ‘ন্যাশনাল ব্যাংকের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এই ইতিহাস গর্বের, সাফল্যের। সবার মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টাই পারে ব্যাংকটিকে আবারও সাফল্যমণ্ডিত করতে।’
খলিলুর রহমান আরও বলেন, ‘সিএমএসএমই খাতের অপার সম্ভাবনা রয়েছে খুলনা অঞ্চলে।’ এ জন্য খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও উপশাখার কর্মকর্তাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হতে বলেন তিনি।