হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ

দেশের একমাত্র বিমাপ্রতিষ্ঠান হিসেবে সম্মানজনক ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেয়েছে মেটলাইফ বাংলাদেশ। এটি একটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি। মেটলাইফ বাংলাদেশের বর্তমান কর্মীদের কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটিকে সম্মানজনক এই স্বীকৃতি দেওয়া হয়। 

কাজের চমৎকার পরিবেশসহ সংস্কৃতির পাশাপাশি কর্মীদের ক্যারিয়ারের অগ্রগতি ও তাঁদের দক্ষতা বিকাশে সুযোগ দেওয়ার জন্য ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে পরিচিত। 

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বিশ্বমানের আর্থিক সুরক্ষার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার কাজ করি আমরা। আর এই উদ্দেশ্যই আমাদের নিবেদিতভাবে কাজ করে যেতে উৎসাহিত করে। এই স্বীকৃতি আমাদের এ যাত্রায় সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সব কর্মীকে সঠিক মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমে একটি যত্নশীল কর্মসংস্কৃতি গড়ায় বিশ্বাস করে মেটলাইফ। ফলে, সন্তুষ্ট কর্মী দ্বারা গ্রাহকদের জন্যও উচ্চমানের সেবা নিশ্চিত করা সম্ভব।’ 

গ্রেট প্লেস টু ওয়ার্কের গবেষণা অনুযায়ী, গ্রেট প্লেস টু ওয়ার্ক স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো একজন ভালোমানের বস খুঁজে পাওয়ার সম্ভাবনা ৪ দশমিক ৫ গুণ বেশি। এ ছাড়া, এসব প্রতিষ্ঠানে কাজে আসার প্রতি কর্মীদের আগ্রহ ৯৩ শতাংশ বেশি থাকে। 

৭০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটির ৪০০ কর্মী ও ১৪ হাজার বিমা এজেন্টের মাধ্যমে ১০ লাখেরও বেশি মানুষ ও ৯০০ করপোরেট প্রতিষ্ঠানকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর