বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানীর হোটেল শেরাটনে এই সভার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ও প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং কোম্পানি সচিবসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসানের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।