আকস্মিক বন্যায় ভুক্তভোগীদের সহায়তার জন্য ৩ কোটি টাকা দিয়েছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে।
ইবিএল সর্বদা দায়িত্বশীল ও নৈতিক ব্যাংকিংয়ের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ ধারণ ও প্রতিপালন করে। কল্যাণ তহবিলে দেওয়া অর্থসহায়তা জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইবিএলের অঙ্গীকারের প্রতিফলন। দেশের এই সংকটময় মুহূর্তে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে থেকে তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখাকে নিজেদের নৈতিক দায়িত্ব বলে বিশ্বাস করে ইবিএল।
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল জরুরি সহায়তা প্রত্যাশী লাখ লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।