দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও ৩০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট খোলা হচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন আউটলেটের এজেন্ট ও তাদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান, এসআইবিএল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ মাহফুজুর রহমান, নতুন নিয়োজিত এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।