হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা পাবেন লেজার ট্রিটের বিশেষ সুবিধা 

ব্র্যাক ব্যাংক সম্প্রতি লেজার ট্রিটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা বিখ্যাত সৌন্দর্য বর্ধন ও কসমেটিক সার্জারি ক্লিনিক লেজার ট্রিট থেকে বিশেষ সুযোগ-সুবিধা এবং ডিসকাউন্ট উপভোগ করবেন। 

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং লেজার ট্রিটের চিফ কনসালট্যান্ট অ্যান্ড সিইও ডা. সরকার মাহবুব আহমেদ শামীম গত ১১ আগস্ট ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির অধীনে লেজার ট্রিট ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড, ইনফিনিট কার্ড, সিগনেচার কার্ড, প্লাটিনাম ক্রেডিট কার্ড, ‘তারা’ কার্ডহোল্ডার এবং ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের সকল সেবার ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করবে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের অন্যান্য কার্ডের গ্রাহকদের জন্য আছে সকল সেবার ওপর ১০ শতাংশ ছাড়। এই সেবাটি লেজার ট্রিটের গুলশান, বনানী এবং উত্তরা আউটলেটে পাওয়া যাবে। এই ডিসকাউন্ট বোটক্স, ফিলার এবং কুল স্কাল্পটিং ছাড়া সব সেবাই পাওয়া যাবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঢাকা সাউথের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী এবং সেন্টার ম্যানেজার, প্রিমিয়াম ব্যাংকিং সোনিয়া সরকার এবং লেজার ট্রিটের ডিজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. দাউদ হোসেন ও মিডিয়া ম্যানেজার মো. আরনীল হাসান রাব্বি। 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর