সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় গুলশান লেক পরিচ্ছন্ন ও পানি নিষ্কাশন কাজের জন্য গুলশান সোসাইটিকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
গতকাল মঙ্গলাবার রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাতের কাছে চেক হস্তান্তর করেন।
গুলশান সোসাইটির মহাসচিব সৈয়দ এ হাবিব, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ট্রেজারার আলী আশফাক এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালকেরাসহ ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।