আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে যেসব স্থাপনা ভোটকেন্দ্র বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত, সেগুলোয় ব্যাংকের শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ-সংক্রান্ত এক নির্দেশনা পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়রের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে ৭ অক্টোবর ভোট গ্রহণ হবে। ওই দিন নির্বাচনী এলাকার যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা/উপশাখাগুলোয় কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।