হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

শিক্ষার্থীদের বিমার সুবিধা দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

শিক্ষার্থীদের বিশেষ মুনাফা হারে স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা দিতে এবং তাঁদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে ‘প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নামের একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্টের বিমা কভারেজ সংক্রান্ত বিষয়ে কর্মকাণ্ড পরিচালনার জন্য সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই চুক্তিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মসিহুল হক চৌধুরী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার এস. এম মঈনুল কবীরসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্যাংকাসুরেন্স আহমদে ইশতিয়াক মাহমুদ, ব্যাংকাসুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মাশফকির রহমান এবং ব্যাংকাসুরেন্সের ভাইস প্রেসিডেন্ট সামীউর রহমান মেহেদী।

প্রতিশ্রুতি স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ৬ থেকে ১৮ বছরের কম বয়সী স্কুল এবং কলেজগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ মুনাফার হারে কোনো সার্ভিস চার্জ ছাড়া স্বাস্থ্য ও জীবন বিমা কভারেজ সুবিধা দেওয়া হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিহুল হক চৌধুরী তার এক বক্তব্যে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে চাই। এই অ্যাকাউন্ট তাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে অনুপ্রাণিত করবে।’

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন