হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের মানসিক স্বাস্থ্যের পরামর্শ দেবে মনের বন্ধু

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের মানসিক স্বাস্থ্যের পরামর্শ দেবে মনের বন্ধু। ছবি: সংগৃহীত

সহকর্মীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্যতম মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’-এর সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। গত ১ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের সব কর্মকর্তা, তাঁদের জীবনসঙ্গী ও সন্তানেরা বিনা মূল্যে বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা নিতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে, ব্যাংকের সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে তাঁদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচিটি করপোরেট অফিসে সরাসরি কাউন্সেলিং থেকে শুরু করে জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন সেশন পর্যন্ত সহজলভ্যতা ও সুবিধা নিশ্চিত করেছে। পাশাপাশি, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ‘মনের বন্ধু’-এর যে-কোনো শাখায় গিয়ে কাউন্সেলিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের পেশাগত উন্নয়নের পাশাপাশি, মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিনা মূল্যে এই সেবা দেয়, একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা ব্র্যাক ব্যাংকের উদ্দেশ্য-যেন সহকর্মীরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমৃদ্ধ হতে পারেন।

সহকর্মীরা ও তাঁদের পরিবারের মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হয়ে, ব্র্যাক ব্যাংক সুস্থ কর্মপরিবেশ তৈরির একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা দক্ষ মানবসম্পদ নিশ্চিত করে।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর