হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক এসডিপি

ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করবে। এই অংশীদারত্বের ফলে ব্র্যাক এসডিপি’র গ্র্যাজুয়েট পুল থেকে ব্র্যাক ব্যাংক নিয়োগ দিতে পারবে।

ব্র্যাক এসডিপি সারা দেশে তরুণ-তরুণীদের স্কিল ট্রেনিং ও কর্মসংস্থান সংক্রান্ত সহায়তা প্রদান করে। ব্র্যাক এসডিপি প্রধানত দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের সক্ষমতা সৃষ্টিতে বিশেষ মনোযোগ দিয়ে থাকে।

আজ সোমবার (২৫ জুলাই) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এইচআর আখতারউদ্দিন মাহমুদ এবং ব্র্যাক-এর ডিরেক্টর-এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে দুটি প্রতিষ্ঠান পারস্পরিকভাবে উপকৃত হবে। ব্র্যাক এসডিপি গ্র্যাজুয়েটদের চাকরির ব্যবস্থা করতে পারবে। ব্র্যাক ব্যাংক এন্ট্রি লেভেল পজিশনে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মকর্তা নিয়োগের সুযোগ পাবে।

এই পার্টনারশিপ সম্পর্কে সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ‘‘কেউ পিছিয়ে থাকবে না’’ দর্শনে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক। আমরা দেশের যুব সমাজের পূর্ণাঙ্গ সম্ভাবনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি দেশের তৃণমূল পর্যায়ের তরুণ-তরুণীদের জন্য সমসুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।’ 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর