হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২০-২০২১ করবর্ষে ব্যাংকিং বিভাগে সর্বোচ্চ করদাতার স্বীকৃত পায় ব্যাংকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এক অনুষ্ঠানে বাংলাদেশের কর প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের উন্নয়নে মডেল করদাতাদের অসামান্য অবদানের জন্য শীর্ষ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও কোম্পানিকে ট্যাক্স কার্ড হস্তান্তর করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ ব্যাংকের পক্ষে সর্বোচ্চ করদাতার পুরস্কার গ্রহণ করেন। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের অগ্রগতির অংশীদার হিসেবে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এই স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি যে, এনবিআর এবং বেসরকারি খাত এক সাথে কাজ করে রাজস্ব নীতিকে আরও সহজ করার মাধ্যমে রাজস্ব আয়ে সুশাসন নিশ্চিত করবে, যা ট্যাক্স টু জিডিপি রেশিও বৃদ্ধি করবে এবং বাংলাদেশকে তার প্রবৃদ্ধির গতিপথে আরও এগিয়ে নিয়ে যাবে।’

দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। একই সাথে রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে এবং কার্ড ব্যবহার বৃদ্ধি, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী বাড়ানোর জন্য ধারাবাহিক প্রচেষ্টাসহ বেশ কিছু উদ্ভাবনী পণ্য নিয়ে এসেছে যার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাচ্ছে। 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর