হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন হাবীবুর রহমান

এ এ এম হাবীবুর রহমান। ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এ এ এম হাবীবুর রহমান। ইসলামী ব্যাংকিংয়ে প্রায় ৪০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এ এ এম হাবীবুর রহমান প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছর তিনি ইসলামী ব্যাংকের লোকাল অফিস, চক মুঘলটুলী শাখা, পল্টন শাখা, নবাবপুর রোড করপোরেট শাখা, রাজশাহী জোনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২২ সালে হাবীবুর রহমান সোশ্যাল ইসলামী ব্যাংকে এসইভিপি পদে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান হিসেবে সুনিপুণভাবে বিভাগ পরিচালনা করেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।

হাবীবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস (অনার্স) এবং এম এস এস (অর্থনীতি) সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। এ এ এম হাবীবুর রহমান থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, শ্রীলঙ্কা ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা