হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

খেলাপিদের ঋণ পরিশোধে বাড়তি সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এককালীন ঋণ সমন্বয় ও খেলাপি ঋণ পরিশোধের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি তালিকায় থাকা ঋণগ্রহীতারা এ সম্পর্কিত আবেদন আগামী ৩১ জুলাই পর্যন্ত করতে পারবেন বলে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানে ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। 

এই আবেদনের সময়সীমা গত ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা ছিল। অনেকেই এ সময়ের মধ্যে আবেদন করতে পারেনি বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য আগ্রহী কিন্তু নির্দিষ্ট সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া খেলাপিদের বাড়তি এ সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। 

আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে এ প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের বিবেচনা অনুযায়ী অনেক আগ্রহী গ্রাহক খেলাপি ঋণ পরিশোধ ও অন্যান্য ঋণ সমন্বয়ের জন্য আবেদন ৩০ এপ্রিলের মধ্যে করতে ব্যর্থ হওয়ায় তাদের আবেদনের অতিরিক্ত সুযোগ দেওয়া হয়। বর্ধিত সময় অনুযায়ী ঋণ পরিশোধে আগ্রহী গ্রাহকেরা চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। 

নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ঋণ সমন্বয় ও খেলাপি পরিশোধের আবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য নিষ্পত্তি করতে বলা হয়েছে।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর