হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাড়ি নির্মাণে বিনা সুদে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বিএইচবিএফসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড়ি নির্মাণে বিনা সুদে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এ জন্য ইসলামি শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ 
কার্যক্রম শুরু করেছে বিএইচবিএফসি। 

গত বৃহস্পতিবার বিএইচবিএফসির প্রধান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরিয়াহসম্মত সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ‘মনজিল’ নামক গৃহনির্মাণে বিনিয়োগসংক্রান্ত এ নতুন ঋণ চালু করেছে। 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রকল্পটি চালু করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা বাড়ি নির্মাণের জন্য এ ঋণ নিতে পারবেন। 

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম জানান, গৃহনির্মাণে অন্যান্য ঋণের ক্ষেত্রে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়, এ ক্ষেত্রেও সেসব কাগজপত্র লাগবে। আর এ ক্ষেত্রে সংস্থা এবং ঋণগ্রহীতার বিনিয়োগের হার হবে ৮০: ২০। অর্থাৎ ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ঋণ হিসেবে পাবেন ঋণগ্রহীতা, আর তাঁর থাকতে হবে ২০ টাকা। 

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সামাদ। 

এ ছাড়া সংস্থাটির রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্সের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপজেলা সদর, উপজেলা সদরের আশপাশের এলাকাকে (পেরি আরবান) বলা হয়। 

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বিএইচবিএফসির এই উদ্যোগ অত্যন্ত ‘সময়োপযোগী’। তিনি বলেন, ইসলামি শরিয়াহর আলোকে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক এ বিনিয়োগব্যবস্থার বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি মনজিলসহ বিএইচবিএফসির সেবার মান ও প্রযুক্তিনির্ভরতা বাড়ানোর তাগিদ দেন। 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর