হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ডলারে বাড়তি মুনাফা করায় আরও ৬ ব্যাংককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডলার কেনাবেচায় আরও ছয়টি ব্যাংকের অস্বাভাবিক মুনাফার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অতি মুনাফা করা এসব ব্যাংককে জবাবদিহির আওতায় আনতে ব্যাংকগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সাতটি ব্যাংককে দুই দফায় শোকজ নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন করে আরও ছয়টি ব্যাংককে অতি মুনাফা করার কারণে শোকজ করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন। আজ বুধবার রাতে চিহ্নিত ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নতুন করে কোন ব্যাংকগুলোকে শোকজ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ডলারের বাজার অস্বাভাবিক করতে যেসব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সবাইকে পর্যায়ক্রমে জবাবদিহির আওতায় আনা হবে।’ ওই ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা ব্যাংকগুলোর নাম জানিয়েছেন। নতুন করে নোটিশ পাওয়া ব্যাংকগুলো হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক। এ ছাড়া আরেকটি বেসরকারি ব্যাংকের নাম জানা যায়নি।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা