হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঋণখেলাপিদের ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘গত সপ্তাহে রিটটি দায়ের করেছিলাম। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে এটি শুনানির জন্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ থেকে সময় নেওয়ায় অবকাশের পর আবেদনের ওপর শুনানি হবে।’

 গত ১৮ জুলাই ঋণখেলাপিদের বিশেষ ছাড় দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। যেখানে বলা হয়, মাত্র আড়াই শতাংশ থেকে সাড়ে ৪ শতাংশ এককালীন পরিশোধ করলেই খেলাপি ঋণ নিয়মিত করতে পারবেন খেলাপিরা। এর আগে খেলাপি ঋণ নিয়মিত করতে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পরিশোধ করতে হতো। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হলেও এখন এসব ঋণ পরিশোধে ৫ থেকে ৮ বছর সময় পাওয়া যাবে। 

ওই সার্কুলারে বলা হয়, খেলাপি ঋণ নিয়মিত হলেই মিলবে নতুন ঋণ। শুধু তাই নয়, আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নিয়মিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হতো। এখন এর পুরো ভার ব্যাংকগুলোর পর্ষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। 

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘এই সুযোগের ফলেতো আর কেউ ঋণখেলাপি থাকবে না। এই বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। সেই রায় উপেক্ষা করা হয়েছে নতুন সার্কুলারে। তাই আমরা এই রিট করেছি।’ 

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

আবারও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হলেন তানজিল চৌধুরী

ব্যাংকিং খাতের খারাপ অবস্থার মূলে রাজনীতিকরণ: গভর্নর