হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঋণখেলাপিদের ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘গত সপ্তাহে রিটটি দায়ের করেছিলাম। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে এটি শুনানির জন্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ থেকে সময় নেওয়ায় অবকাশের পর আবেদনের ওপর শুনানি হবে।’

 গত ১৮ জুলাই ঋণখেলাপিদের বিশেষ ছাড় দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। যেখানে বলা হয়, মাত্র আড়াই শতাংশ থেকে সাড়ে ৪ শতাংশ এককালীন পরিশোধ করলেই খেলাপি ঋণ নিয়মিত করতে পারবেন খেলাপিরা। এর আগে খেলাপি ঋণ নিয়মিত করতে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পরিশোধ করতে হতো। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হলেও এখন এসব ঋণ পরিশোধে ৫ থেকে ৮ বছর সময় পাওয়া যাবে। 

ওই সার্কুলারে বলা হয়, খেলাপি ঋণ নিয়মিত হলেই মিলবে নতুন ঋণ। শুধু তাই নয়, আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নিয়মিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হতো। এখন এর পুরো ভার ব্যাংকগুলোর পর্ষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। 

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘এই সুযোগের ফলেতো আর কেউ ঋণখেলাপি থাকবে না। এই বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। সেই রায় উপেক্ষা করা হয়েছে নতুন সার্কুলারে। তাই আমরা এই রিট করেছি।’ 

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন