হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন মেটলাইফের সিইও

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন মেটলাইফের সিইও। ছবি: সংগৃহীত

বিমা ও আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমাদ সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেমের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল লক্ষ্য ছিল আর্থিক ও বিমা খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অগ্রগতি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা। বৈঠকে উভয়পক্ষ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, উদ্ভাবনী সমাধান প্রদান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম মেটলাইফের সঙ্গে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন, যা আর্থিক খাতে নতুন উদ্ভাবনী সেবা ও সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, সাউথইস্ট ব্যাংক সব সময় গ্রাহক সন্তুষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মেটলাইফের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এই লক্ষ্য পূরণে আরও গতিশীলতা আনবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন ব্যাংকের উদ্ভাবনী সেবা এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন। অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমাদ বিমা খাতের ডিজিটালাইজেশন এবং গ্রাহকসেবার উন্নয়নের বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খান এবং মেটলাইফ বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক