হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সোমবার থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩ টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চলমান বিধিনিষেধ ও লকডাউন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগের মতো সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংকগুলো। তবে বিধিনিষেধের আগামী সাতদিন অর্থাৎ ৬ জুন পর্যন্ত লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আরও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

ব্যাংকগুলোতে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংকের শাখা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’একটি নির্দশনা জারি করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের সময়ে ব্যাংকিং কার্যক্রম খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এসময় দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সুচী হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আগের মতো প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে। বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার এবং সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের