মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ফিরোজ আলমের বিরুদ্ধে দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুদক জানায়, চলমান অনুসন্ধানে তাঁর সম্পদের নোটিশ জারি হয়। এই প্রেক্ষিতে দুদকের উপপরিচালক রেভা হালদারকে অনুসন্ধানের জন্য তদন্ত ভার দেওয়া হয়েছে।
সংস্থাটিতে আসা অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ আলম ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ব্যাংকটির শত শত কোটি টাকা ঋণ বিতরণ দেখিয়ে তা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন ও তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।